• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে র‍্যাবের মহাপরিচালক 

     dailybangla 
    10th Oct 2024 9:23 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ আনোয়ার হোসেন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে র‍্যাব এর পক্ষ থেকে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা পরিদর্শন করছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

    আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকার বারিধারা ডিওএইচএস পূজা মন্ডপ ও উত্তরার মুগ্ধ চত্বর পূজা মন্ডপ পরিদর্শন শেষে গাজীপুরের কৃপাময়ী কালীমন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে র‍্যাব মহাপরিচালক বলেন, এবারের পূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন। আমরা আশা করছি, অত্যন্ত নির্বিঘ্নে সুন্দরভাবে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই এবারের পূজা সম্পন্ন করতে পারব। অন্যান্য বারের চেয়েও এবার পূজা অত্যন্ত ভালোভাবে উদযাপন হবে।

    কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরে শহিদুর রহমান বলেন, আমাদের ছোটখাটো কিছু চ্যালেঞ্জ থাকে। এর একটা বড় চ্যালেঞ্জ হলো গুজব। তুচ্ছ কোনো ঘটনাকে গুজব আকারে অত্যন্ত বড় হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়। এর মাধ্যমে দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে। আমাদের সাইবার ইউনিট সার্বক্ষণিকভাবে এটি মনিটরিং করছে। এ ধরনের গুজবের ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করছি। যেকোনো গুজব যেন আমাদের পূজা উদ্‌যাপনে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য র‍্যাব সচেষ্ট রয়েছে।

    তিনি বলেন, সরকার ও আমাদের জন্য চ্যালেঞ্জ হলো, এই পূজা সুন্দরভাবে উদ্‌যাপন করা। সেই চ্যালেঞ্জ মাথায় নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কোনো ধরনের অঘটন যাতে না ঘটে সে জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব।

    যদিও এর মাঝে কিছু কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। সামান্য কিছু দুষ্টু লোক আছেন যারা এসবের সুযোগ নিতে চায়। আমরা আশা করছি, তারা এ ধরনের কাজ থেকে বিরত থাকবে। আমরা জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে এ দেশে সবাই সমান অধিকার নিয়ে সুন্দরভাবে বসবাস করতে চাই। এ দেশে হিন্দু সম্প্রদায় সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দুষ্কৃতকারীরা ন্যূনতম সুযোগ পাবে না। বেশকিছু দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে । আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় দেশের ১৭ কোটি মানুষ আমাদের পাশে আছে। সম্মিলিত প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার ক্ষেত্রে কোনো অসাধুচক্র, দুষ্কৃতকারী কোনোভাবে সুযোগ পাবে না।

    এসময় উপস্থিত ছিলেন র‍্যাবের উর্ধতন কর্মকর্তা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি শাহাদাত হোসেন সুমা, সদর থানার ওসি আরিফ সহ আইনের শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930