দুর্গোৎসবে মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতা খোকন তালুকদার
মাদারীপুর প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাদারীপুরের বিভিন্ন মণ্ডপে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান খোকন তালুকদার। মঙ্গলবার ও বুধবার টানা দুই দিন জেলার সদর উপজেলা, কালকিনি ও ডাসার উপজেলার শতাধিক পূজামণ্ডপ তিনি পরিদর্শন করেন।
এসময় তিনি পূজারিদের খোঁজখবর নেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে কেন্দুয়া পূজামণ্ডপে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, আগামী দিনের নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। সেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। প্রত্যেকে মাথা উঁচু করে বাঁচবে। আমাদের শহীদ ভাইদের রক্তের ঋণ আমরা ভালোবাসা ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে শোধ করতে চাই।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস