• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দুর্নীতির প্রতিরোধে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক সই 

     dailybangla 
    04th Apr 2025 6:05 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি প্রতিরোধ ও দমনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি-করাপশন কমিশন (এনএসিসি) একটি সমঝোতা স্মারক সই করেছে।

    থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।

    দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও এনএসিসি প্রেসিডেন্ট সুচার্ত ত্রাকুলকাসেমসুক নিজ নিজ সংস্থার পক্ষে এ সমঝোতা স্মারকে সই করেন।

    সমঝোতা স্মারকটি বাংলাদেশ ও থাইল্যান্ডকে দুর্নীতির বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়াই করতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

    ‘বাংলাদেশে দুর্নীতির অভিযোগ আছে, এমন অনেকেই প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। আশা করি, এই সমঝোতা স্মারক তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাহায্য করবে,’ বলেন তিনি।

    জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ৪৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক সই হয়েছে। এই অনুচ্ছেদে দুর্নীতি দমনে একাধিক দেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সরাসরি সহযোগিতা স্থাপনে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তিতে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে।

    সমঝোতা স্মারক অনুযায়ী, দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ ও থাইল্যান্ড একে অপরকে প্রাসঙ্গিক প্রাথমিক তথ্য দেবে, দুর্নীতির তথ্য সংগ্রহে সবচেয়ে উপযুক্ত পন্থাগুলো একে-অপরকে জানাবে। এছাড়া দুর্নীতি প্রতিরোধ ও দমনে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, যৌথ প্রকল্প গ্রহণ, গবেষণা ও অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রমও পরিচালনা করবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031