দুর্নীতির মামলায় যবির সাবেক উপাচার্য আব্দুস সাত্তার কারাগারে
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সাত্তারকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৬ জুন) দুপুরে যশোরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সিরাজুল ইসলাম জানান, মামলার তারিখে হাজির হয়ে অধ্যাপক সাত্তার জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে একই মামলার অন্য দুই আসামি—বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক আব্দুর রউফ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন জামিনে আছেন।
২০২৩ সালের ২১ আগস্ট যশোর দুদকের তৎকালীন উপ-পরিচালক আল-আমিন একটি মামলা করেন।
অভিযোগ ছিল, ২০০৯ সালে অবৈধভাবে একজনকে নিয়োগ দিয়ে সরকারি ৬১ লাখ টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে।
২০০৯ সালে সহকারী পরিচালক পদে নিয়োগের জন্য আবেদন করেছিলেন আব্দুর রউফ। তিন সদস্যের নিয়োগ বোর্ডে সভাপতির দায়িত্বে ছিলেন অধ্যাপক আব্দুস সাত্তার, আর সদস্য ছিলেন অধ্যাপক কামাল উদ্দিন।
সেই বছরের ২২ আগস্ট মৌখিক পরীক্ষা নেওয়া হয়, যেখানে আরও তিনজন প্রার্থী অংশ নেন। কিন্তু কেউই নির্বাচিত হননি।
তবে পরে নিয়োগ বোর্ড বিজ্ঞপ্তির শর্ত ভঙ্গ করে এবং পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আব্দুর রউফকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
শেষ পর্যন্ত অধ্যাপক সাত্তার কোনো প্রকাশ্য বিজ্ঞপ্তি ছাড়া তাকে “সেকশন অফিসার” পদে নিয়োগ দেন।
এরপর আব্দুর রউফ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে উন্নীত হয়ে এখন উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সময়ে তিনি ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বেতন-ভাতা বাবদ ৬১ লাখ ৩১ হাজার টাকা নিয়েছেন, যা মামলায় আত্মসাৎ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই মামলার তদন্ত শেষে তিনজনকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক।
তাদের মধ্যে শুধু অধ্যাপক আব্দুস সাত্তারই বর্তমানে কারাগারে আছেন।
বিআলো/সবুজ