দুর্নীতি-অনিয়ম নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাই: সোনারগাঁয়ে ইউএনও
রাসেদুল ইসলাম রাসেল: নিজেদের চোখ দিয়ে সোনারগাঁ উপজেলার সকল দুর্নীতি ও অনিয়মের তথ্য তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
তিনি বলেন, আপনাদের চোখ দিয়েই আমি সোনারগাঁ উপজেলার সব দুর্নীতি ও অনিয়মের তথ্য উদঘাটন করে, আপনাদের সহযোগিতায় তা নির্মূল করতে চাই।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সোনারগাঁ উপজেলার ১০টি প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় নবনিযুক্ত ইউএনও আসিফ আল জিনাত বলেন, সোনারগাঁয়ের সার্বিক উন্নয়ন, সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রম এবং জনগণের সেবার মানোন্নয়নে তিনি সাংবাদিকসহ সকল পেশাজীবী ও রাজনৈতিক দলের গ্রহণযোগ্য নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই কাজ এগিয়ে নিতে চান। তিনি উপজেলার যেকোনো অসংগতি, দুর্নীতি ও অনিয়মের তথ্য গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এছাড়া সাংবাদিকদের যেকোনো গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা তিনি আন্তরিকভাবে কামনা করেন বলে উল্লেখ করেন।
অন্যদিকে উপস্থিত গণমাধ্যমকর্মীরা নবনিযুক্ত ইউএনওকে স্বাগত জানিয়ে সোনারগাঁ উপজেলার বিগত সময়ের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয় তার দৃষ্টিগোচর করেন। পাশাপাশি জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগে তারা ইউএনওর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
পরিশেষে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে মতবিনিময় সভার আনুষ্ঠানিকতা শেষ হয়।
বিআলো/এফএইচএস



