দুর্নীতি দমন কমিশনের সঙ্গে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ: সতর্কতা ও নৈতিক দায়িত্বে জোর
কমিউনিটি ব্যাংকের কর্মকর্তাদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধে বিশেষ প্রশিক্ষণ
অর্থনৈতিক ডেস্ক: মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করতে সম্প্রতি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে ব্যাংকের প্রধান কার্যালয়ে।
প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক (মানি লন্ডারিং) মো. মোরশেদ আলম। তিনি জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানি লন্ডারিংয়ের চিত্র বিশ্লেষণ করেন এবং এর বিভিন্ন ধরণ, ঝুঁকিপূর্ণ ক্ষেত্র ও ব্যাংক কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীদের জন্য তিনি বাস্তবভিত্তিক শিক্ষণীয় বিষয় তুলে ধরেন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নে সচেতনতা বৃদ্ধি করার দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) কিমিয়া সাআদত। তিনি বলেন, “শুধু নিয়ম মেনে চলার বিষয় নয়, বরং আর্থিক প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্বও হলো মানি লন্ডারিং প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকা।” এছাড়াও তিনি প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারী অতিথি বক্তাকে ধন্যবাদ জানান এবং জানান যে, তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা কর্মকর্তাদের শেখার ক্ষেত্রে মূল্যবান অবদান রাখবে।
প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় করেন ব্যাংকের এসএভিপি ও ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ এম মেহেদী হাসান।
বিআলো/তুরাগ