দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির স্হায়ী কার্যালয় উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্নীতিবিরোধী জাতীয় সমম্বয় কমিটিরর স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ জুন) দুপুরে “দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির” স্হায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর অধ্যাপক ড. আজিজুল্লাহ এম. নুরুজ্জামান নূর।
উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, স্হায়ী কমিটির সদস্য কর্নেল (অবঃ) ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র গেরিলা কমান্ডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, নাগরিক ভাবনার আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, ড. প্রকৌশলী লুৎফর রহমান, নুরুল হুদা মিলু চৌধুরী, প্রকৌশলী মনির আহমেদ, অধ্যাপক ড. শরিফ সাকী, নাজিমুদ্দিন চৌধুরী, হাসিনা আক্তার চৌধুরী, কমান্ডার নাহিদ হাসান, আকতার হোসেন, এড. আবু বক্কর সিদ্দিক, এফ আহমেদ খান রাজিব প্রমুখ।
বিআলো/তুরাগ