দুর্ভোগে অর্ধলাখ মানুষ, সড়কের কাজ ফেলে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন-ফতেপুর সড়কের উন্নয়নকাজ ফেলে রেখে উধাও হয়ে গেছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস ব্রাদার্স। এতে অর্ধলাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৩ কিলোমিটারের এই সড়কের তিন কিলোমিটারের উন্নয়ন কাজের বরাদ্দ ছিল ২ কোটি ৬০ লাখ টাকা। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ৫ জুনের মধ্যে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি মাত্র ১০-১৫ শতাংশ কাজ শেষ করেই আর কাজে নামেনি। ফলে এলাকার মানুষ নতুন রাস্তার আশায় থেকে এখন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, “মানুষ আশার আলো দেখতে শুরু করেছিল। কিন্তু সামান্য কাজ করেই বন্ধ হয়ে যায়। রাস্তাটির অবস্থা এখন খুবই নাজুক।”
উপজেলা প্রকৌশলী এসএম শাহদাত হোসেন বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ ফেলে গা-ঢাকা দিয়েছে। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
জেলা নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, “ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত ২৮ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাদের চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।”
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি, কারণ প্রতিষ্ঠানটির কোনো কার্যকর যোগাযোগ নম্বর মেলেনি।
এদিকে এলাকাবাসীর দাবি, রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক, যেন মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারে।
বিআলো/সবুজ