• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দৃষ্টিনন্দন ভবন পেলো ঢাকার ৫ প্রাথমিক বিদ্যালয় 

     dailybangla 
    01st Jun 2025 6:50 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: শিক্ষার সুন্দর পরিবেশ, শতভাগ ভর্তি নিশ্চিত, শিশুর মানসিক বিকাশ, সৃষ্টির লক্ষ্যে  মহানগরীতে আরও ৫টি দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

    রোববার (১ জুন) রাজধানীর উত্তরার আজমপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এ ভবনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা দেন।

    দৃষ্টিনন্দনভাবে নির্মিত ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো হলো গেন্ডারিয়ার ধুপখোলা মাঠ সংলগ্ন ‘কোব্বাদ সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’ উত্তরার ‘দিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, উত্তরার ‘আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’ মিরপুর ১২ নম্বরে ‘খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং মিরপুর ১ নম্বরে ‘ওয়াক আপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’।

    ২৪ কোটি ৯৬ লাখ আট হাজার টাকা ব্যয়ে এ ৫ টি ভবন নির্মাণে ব্যয় হয়। ৫টি ভবনের মধ্যে ৬ তলাবিশিষ্ট চারটি ৪ তলা ভবন এবং ১ টি তিনতলা ভবন। এগুলোতে শ্রেণিকক্ষ ও শিক্ষককক্ষ মিলিয়ে ৭৫টি কক্ষ রয়েছে। ওয়াস ব্লক রয়েছে ৮৯টি। বিদ্যালয়গুলোর নতুন ভবনে ছাত্র-ছাত্রীর মোট ধারণ ক্ষমতা ২ হাজার ৬৯৬ জন।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ ও প্রকল্প পরিচালক মো. সাইফুর রহমান।

    উলেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা মহানগরীর ১২টি থানায় ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন পুনঃনির্মাণ, ১০টি মেরামত এবং ১৪টি নতুন বিদ্যালয় ভবন (উত্তরাতে তিনটি ও পূর্বাচলে ১১টি) স্থাপন করছে। এ প্রকল্পটি শুরু হয় ২০২০ সালের জানুয়ারিতে। প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। প্রকল্পের মোট বরাদ্দ ১ হাজার ৩৭২ কোটি ৮২ লাখ ৫৩ হাজার টাকা।

    স্কুলগুলোর বাস্তবায়নকারী সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং নির্মাণকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

     

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031