দেশজুড়ে শীতের আভাস, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা
dailybangla
01st Dec 2025 3:53 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দেশে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা বাড়তে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদেশেই আবহাওয়া শুষ্ক হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর দিকে এগোতে পারে।
এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে।
দেশে আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।
বিআলো/শিলি



