দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন উপমহাদেশের অন্যতম বিনয়ী রাজনীতিবিদ-ড. জিয়াউদ্দিন হায়দার
মো.রাশেদ খান মিঠু,নলছিটি (ঝালকাঠি): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন উপমহাদেশের অন্যতম বিনয়ী, সাহসী ও আপসহীন রাজনীতিবিদ। তিনি জীবদ্দশায় কোনো অপশক্তির কাছে মাথানত করেননি এবং গণতন্ত্রের প্রশ্নে ছিলেন অবিচল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে উপজেলা বিএনপির আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৯ই ডিসেম্বর ) বিকেল ৪টায় মার্চেন্ট স্কুল মাঠে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে নয়, বরং নিজ যোগ্যতা ও নেতৃত্বগুণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়। দোয়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



