দেশি-বিদেশি চক্রান্তের অভিযোগ জামায়াত নেতার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দাবি আদায়ের আন্দোলন ব্যাহত করতে নানা দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব আপনার, এখনই বাস্তবায়নের আদেশ জারি করুন।”
এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আট দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, চলতি মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “আপনি রেফারির ভূমিকা পালন করুন, কোনো পক্ষপাত যেন না থাকে। জুলাই সনদ বাস্তবায়ন করলে আপনার সম্মান অক্ষুণ্ণ থাকবে।” তিনি দাবি করেন, নতুন অনেক রাজনৈতিক দল তাদের আন্দোলনে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, “নির্বাচন ও গণভোট একসঙ্গে করলে জুলাই সনদের গুরুত্ব খর্ব হবে। কোনো রাজনৈতিক চাপের মুখে এর ধারা পরিবর্তন হলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।”
বক্তারা চলতি মাসের মধ্যেই গণভোট আয়োজন ও সমান সুযোগের পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
বিআলো/শিলি



