দেশী ও বিদেশী নারীদের জন্য ফ্যাশন হাউজ অপরাজিতা
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নতুন ফ্যাশন হাউজ অপরাজিতা যাত্রা শুরু করল। ১৮ সেপ্টেম্বর গুলশান ২ এর পিংক সিটি শপিং মলের লেভেল ৬-এ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এটি লায়ন শারমিন সেলিম তুলি এবং লায়ন ফারহানা বক্স-এর যৌথ উদ্যোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার বুলবুল টুম্পা এবং ব্র্যান্ড প্রমোটার বারিশা হক। শারমিন সেলিম তুলি বলেন, “আমার ব্যবসার যাত্রা ২৪ বছর আগে নারীদের জন্য বুটিক শপ দিয়ে শুরু হয়েছিল। তার ধারাবাহিকতায় ফারহানা বক্সের সঙ্গে আমি সিদ্ধান্ত নিয়েছি নারীদের জন্য ঐতিহ্য ও নান্দনিক নকশার ফ্যাশন হাউজ চালু করার, যার নাম অপরাজিতা। আজ এটি শুধু আমাদের নয়, বুদ্ধিমত্তা ও সৌন্দর্য দিয়ে পৃথিবীকে জয় করতে চাওয়া সকল নারীর প্রতিষ্ঠান।”
অপরাজিতায় দেশী ও বিদেশী ফ্যাশন সচেতন নারীদের জন্য শাড়ি, থ্রি-পিস, সালোয়ার-কামিজ সহ নানা রঙ ও নকশার পোশাক পাওয়া যাবে। বিশেষ করে গুলশানসহ ঢাকার বিভিন্ন এলাকার নারী সহজেই বাংলাদেশি ঐতিহ্য ও প্রাকৃতিক রঙ সমৃদ্ধ পোশাক কিনতে পারবেন তুলনামূলক কম মূল্যে।
লায়ন ফারহানা বক্স বলেন, “অপরাজিতার বৈশিষ্ট্য হলো কাস্টমাইজ ডিজাইনের দেশীয় পোশাক পাওয়া যাবে। বিশেষ করে দেশীয় জামদানি, কাতান, তাঁতের শাড়ি। এছাড়াও ভারত ও পাকিস্তানের ট্র্যাডিশনাল শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তির কালেকশন রয়েছে।”
বিআলো/এফএইচএস