• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশের অগ্রযাত্রায় নারীর শক্তি অপরিহার্য : সেনাপ্রধান 

     dailybangla 
    14th Nov 2025 6:23 pm  |  অনলাইন সংস্করণ

    মো.নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট: দেশের উন্নয়ন কাঠামোতে নারীদের বাদ দিলে তা কখনোই সঠিক দৃষ্টিভঙ্গি হতে পারে না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন,দেশের ৫০ ভাগ নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে।

    শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের ৩ দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও প্যারেডের সালাম গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, ভাল মানুষ হতে হবে, নীতি-নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের স্বপ্ন—আরও বেশি দক্ষ ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব ও নারী ক্ষমতায়ন চাই। নারীদের দক্ষভাবে গড়ে তুলতে পারলেই দেশ এগিয়ে যাবে। নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, পূর্বসুরীদের মতো দেশ ও জাতির জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যেতে হবে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক এবং জয়পুরহাট এক্স ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ক্যাডেট, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকসহ অনেকে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930