• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশের কল্যাণে দ্রুত নির্বাচন দিন: আমিনুল হক 

     dailybangla 
    23rd Mar 2025 9:18 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অর্ন্তবর্তী সরকারকে এই বছরের ভিতরে একটি দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। নানান ষড়যন্ত্র চলছে। তাই দেশ এবং দেশের মানুষের কল্যাণে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দিন।

    আজ রবিবার (২৩ মার্চ) দিনব্যপি রমজানের ২২ তম দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানা ৩৪,২৯,৩১ ও শেরে বাংলা নগর থানার ২৭ নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় আমিনুল হক বলেন, গত ছয় মাসে আমরা দেখেছি বাংলাদেশের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত স্থিতিশীলতা ফিরে আসে নাই।দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। আজকে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ,রাহাজানি,ছিনতাই,চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলেছে।

    এসময়ে সন্ত্রাস চাঁদাবাজি চুরি ডাকাতি রোধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি শক্তিশালী করার আহবান জানিয়ে তিনি বলেন,বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুন্দর ভাবে সংষ্কারের মাধ্যমেই দেশ পরিপূর্ণ ভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকবে।আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক।দেশে স্থিতিশীলতা ফিরে আসুক, যা সবার জন্যই মঙ্গল।

    এসময় তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের দোসরদের রেখে দেশ পরিপূর্ণ সংষ্কার সম্ভব নয় উল্লেখ করে বলেন, পরিপূর্ণ সংষ্কার ও স্বৈরাচার মুক্ত করতে দেশে একটি নির্বাচিত সরকার দরকার। জনগণের সরকার দরকার।

    সেই জনগণের সরকারের মাধ্যমেই গত ১৭ বছরের স্বৈরাচারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পরিপূর্ণ সংষ্কার হবে। দেশ স্বৈরাচার মুক্ত হবে এবং দেশে পরিপূর্ণ ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

    বিএনপির এই নেতা বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথচলা। সাধারণ মানুষকে সাথে নিয়েই বিএনপি একটি সুন্দর সমাজ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ও একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।

    এসময় তার সঙ্গে ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,হাজী মোঃ ইউসুফ,মোঃ শাহ আলম,মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, হাজী মোঃ নাসির উদ্দীন,এমএস আহমাদ আলী, তাসলিমা রিতা,মোঃপুর থানা বিএনপি আহবায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন,মিজানুর রহমান ইসহাক, মোঃপুর থানা ৩৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এডভোকেট মাসুম খান রাজেশ,সাধারণ সম্পাদক মোঃ ওসমান রেজাপ্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930