দেশের শান্তি কামনায় তাজুল ইসলামের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: দেশের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি দেশবাসীর উদ্দেশে প্রার্থনা জানিয়ে আল্লাহর রহমত কামনা করেন।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুক পোস্টে তিনি জানান, জাতি এ রায় ঘোষণার প্রতীক্ষায় আছে।
গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে করা এই প্রথম মামলার রায় আজ ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল রায় দেবেন।
রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। হাইকোর্ট ও ট্রাইব্যুনালে প্রবেশকারীদের তল্লাশি জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিআলো/শিলি



