• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশের স্বার্থে ঐক্যের ডাক তানভীর হুদার 

     dailybangla 
    01st Oct 2025 8:06 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের নিজেদের ভেতর থেকে সংস্কার শুরু করতে হবে, তাহলেই দেশ সংস্কার সম্ভব।

    বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে তিনি মতলব দক্ষিণ উপজেলার নারায়পুর বাজার পুজা মণ্ডপ, নায়েরগাঁও সুনীল দাসের বাড়ি পুজা মণ্ডপ, মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির, মেহরন পুজা মণ্ডপসহ বিভিন্ন স্থানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

    তানভীর হুদা বলেন, দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি সার্বজনীন মিলনমেলা। এখানে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়। বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে, আর দুর্গাপূজা সেই সংস্কৃতিরই অংশ। এ উৎসবকে ঘিরে গ্রাম-শহরে যে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়, তা জাতীয় ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত।

    তিনি আরও বলেন, আমরা চাই, প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে ও আনন্দঘন পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করুক। কোনো বিভাজন নয়, ঐক্যই আমাদের শক্তি। জনগণের ভোটই গণতন্ত্রের মূল ভিত্তি, তাই জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, মতলব পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল ফরাজি, মতলব উত্তর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930