দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতির দিকে যাচ্ছে : জাপা মহাসচিবের
এস এম অলিউল্লাহ,নবীনগর: জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতির দিকে যাচ্ছে। মব ভায়োলেন্স বেড়ে গেছে, মানুষের জানমালের নিরাপত্তা নেই এবং ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ ভীতিকর পরিবেশে জীবনযাপন করছে। আজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
কাজী মামুনুর রশিদ বলেন, বাংলাদেশের মানুষ পিআর (Proportional Representation) পদ্ধতি সম্পর্কে অবগত নয়। এ পদ্ধতির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার মধ্যেই একটি বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। অতীতের ধারাবাহিকতায় জনগণ সর্বদলীয় অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের সমালোচনা করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, গত এক বছরে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে ড. ইউনূসের নেতৃত্বে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এ ব্যাপারে গুরুতর সন্দেহ রয়েছে। তাই নির্বাচন আয়োজনের আগে একটি জাতীয় সরকার গঠন করাই উত্তম হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। পরে কাজী মামুনুর রশিদ আখাউড়ার খরমপুর কেল্লাশাহ মাজার জিয়ারত করেন। এ সময় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান