• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে এইডস রোগী 

     dailybangla 
    04th Nov 2025 10:09 pm  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক: দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে এইডস রোগীর সংখ্যা। ২০২০ সালে ৬৫৮ জন রোগী শনাক্ত হলেও ২০২৪ সালে তা বেড়ে ১,৪৩৮ জনে পৌঁছেছে। গত পাঁচ বছরে শনাক্তের হার দ্বিগুণেরও বেশি। ২৫-৪৯ বছর বয়সী জনগোষ্ঠী সবচেয়ে বেশি আক্রান্ত।

    মাদকসেবীদের মধ্যে ইনজেকশন পুনর্ব্যবহার, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, অভিবাসীদের মাধ্যমে ভাইরাসের আগমন এবং পর্যাপ্ত পরীক্ষা না হওয়ার কারণে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সিরাজগঞ্জে আক্রান্ত রোগীর সংখ্যা ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্তদের মধ্যে মাদকসেবীর সংখ্যাই বেশি, তবে যৌনকর্মী, তৃতীয় লিঙ্গ ও সাধারণ মানুষও সংক্রমিত হচ্ছেন।

    পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২০২৪ সালের মধ্যে শনাক্ত রোগীর মধ্যে পুরুষ ৬৫-৭৭%, নারী ২০-২২% এবং তৃতীয় লিঙ্গের ১-২%। বয়সভিত্তিক হারে দেখা যায়, ২৫-৪৯ বছর বয়সীদের মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি (৪,৪৪৮ জন), ১৫-২৪ বছর বয়সী ১,০৫৬ জন, ৫০-ঊর্ধ্ব ৬০৬ জন এবং ০-১৪ বছর বয়সী ২৫৩ জন।

    ঢাকা মেডিক্যালে আরপি ইনচার্জ ডা. ইয়াসির আরাফাত অভি জানান, রোগীর সংখ্যা বাড়ার পেছনে পরীক্ষার পরিমাণ বেড়ে যাওয়া, মাদকসেবীর সংখ্যা বৃদ্ধি, বিদেশ থেকে ভাইরাসের আগমন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সংক্রমণ গুরুত্বপূর্ণ কারণ। অন্যদিকে এইডস/এসটিডি কন্ট্রোলের উপ-পরিচালক ডা. জুবাইদা নাসরীন বলেন, বেশি পরীক্ষা করানোই রোগ নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। অভিবাসীদের পরীক্ষা জোরদার করা এবং সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930