• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল 

     dailybangla 
    04th Oct 2025 2:38 am  |  অনলাইন সংস্করণ

    রক্তের ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত
    দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন, বাংলাদেশে হেমাটোলজিক্যাল চিকিৎসায় আন্তর্জাতিক অভিজ্ঞতা ভাগাভাগি

    নিজস্ব প্রতিবেদক: রক্তের ক্যানসার ও জটিল হেমাটোলজিক্যাল রোগের আধুনিক চিকিৎসা ও গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক সম্মেলন “ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল”।

    ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন (ইএইচএ) এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এইচএসবি) যৌথ উদ্যোগে রাজধানীর একটি অভিজাত হোটেলে ৩ ও ৪ অক্টোবর অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ টিউটোরিয়ালে অংশ নেন ১৫ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও ২১৩ জন দেশীয় হেমাটোলজিস্ট এবং প্রশিক্ষণার্থী।

    উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। তারা বলেন, এ ধরনের আন্তর্জাতিক পর্যায়ের সম্মেলন বাংলাদেশের তরুণ চিকিৎসক ও বিশেষজ্ঞদের জন্য অনন্য শিক্ষণীয় অভিজ্ঞতা তৈরি করবে।

    দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সেশনে হেমাটোলজিক্যাল নানা রোগ ও তার আধুনিক চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাইলয়েড ও লিমফয়েড ম্যালিগন্যান্সি, বি সেল ও টি/এনকে সেল লিম্ফোমা, হজকিন লিম্ফোমা, একিউট ও ক্রনিক লিউকেমিয়ার সর্বশেষ গবেষণা ও চিকিৎসা কৌশল তুলে ধরেন আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞরা।

    এ সময় স্থানীয় বিশেষজ্ঞরা জটিল কয়েকটি ক্লিনিক্যাল কেস উপস্থাপন করেন, যা অংশগ্রহণকারীদের জন্য তাৎপর্যপূর্ণ শিক্ষণীয় অভিজ্ঞতা তৈরি করে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ইন্টারেক্টিভ কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

    সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। বক্তারা বলেন, বাংলাদেশে রক্তের ক্যানসার ও অন্যান্য হেমাটোলজিক্যাল রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। তবে সঠিক সময়ে রোগ শনাক্ত করে আধুনিক চিকিৎসা প্রোটোকল অনুসরণ করলে রোগীদের জীবন বাঁচানোর সম্ভাবনা বহুগুণে বাড়বে। তারা আরও বলেন, উন্নত দেশে যে ধরনের চিকিৎসা সুবিধা ও থেরাপি পাওয়া যায়, বাংলাদেশেও সেই সুবিধা নিশ্চিত করতে হবে।

    বক্তাদের মতে, আন্তর্জাতিক সহযোগিতা ও দেশীয় দক্ষতার সমন্বয়ে বাংলাদেশে হেমাটোলজিক্যাল চিকিৎসা নতুন দিগন্তে পৌঁছাবে। বিশ্বমানের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণ চিকিৎসক ও গবেষকরা যেমন উপকৃত হবেন, তেমনি রোগীরাও উন্নত চিকিৎসার সুফল পাবেন। অনুষ্ঠানের শেষপর্বে আয়োজিত দেশীয় সংগীতের সাংস্কৃতিক পরিবেশনা পুরো পরিবেশকে প্রাণবন্ত করে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031