দেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্রের অভিযোগ তুললেন আফাজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আফাজ উদ্দিন বলেছেন, কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিকে হাতিয়ার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। তিনি বলেন, “আমরা তাদের অনুরোধ জানাব— বিশৃঙ্খলা নয়, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নিই।”
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাওলা এলাকায় মুহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রায় পাঁচ শতাধিক পরিবারের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন তিনি।
আফাজ উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিই দেশের উন্নয়ন ও পুনর্গঠনের রূপরেখা। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুশাসন, নারীদের অধিকার ও যুব সমাজের কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ৩১ দফার প্রতিটি বাস্তবায়ন করা হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। এর মাধ্যমেই দেশের মানুষ নতুন আশার আলো দেখতে পাবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানবন্দর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিকুর রহমান ভূইয়া এবং সঞ্চালনা করেন থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি মুরিদুর রহমান আনাম। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, মাসুম বিল্লাহ, মোবারক হোসেন, দক্ষিণখান থানা মহিলাদলের আহ্বায়ক জাকিয়া সুলতানা পান্না, সদস্য সচিব শাহনাজ বিল্লাহ, বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান সুজনসহ ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ