দেশে রাতের তাপমাত্রা কমতে পারে; দিনের তাপমাত্রা স্থিতিশীল
নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী রাতগুলোতে তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী কয়েক দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও রাতের তাপমাত্রার পরিবর্তন ধীরে ধীরে দেখা যেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ বায়ুর বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিদ্যমান থাকায় এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই পরিস্থিতিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামীকালের (১২ নভেম্বর) সকাল পর্যন্তও দেশের আবহাওয়া অস্থায়ীভাবে শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে শুক্রবার এবং শনিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে।
সার্বিকভাবে, দেশের আবহাওয়া সামান্য মেঘলা ও শুষ্ক থাকবে, তাপমাত্রার উত্থান-পতন সীমিত হবে।
বিআলো/শিলি



