• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী মানবিক ইসলামের প্রসার অপরিহার্য’ 

     dailybangla 
    11th Dec 2025 2:02 am  |  অনলাইন সংস্করণ

    সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক

    চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে বুধবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো ‘বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদীদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক। বৈঠকে দেশের সুন্নি সুফিবাদী তরিকতপন্থীদের ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থার গুরুত্ব নিয়ে গম্ভীর আলোচনা হয়েছে।

    ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানা সভাপতিত্বে এবং মহাসচিব সংগঠক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশিন শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল (মজিআ)।

    মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মজিআ)।

    এ সময় বক্তারা বলেন, “সুফিবাদই ইসলামের নির্যাস। আউলিয়ায়ে কেরাম যুগে যুগে দেশের দেশে ইসলামের শান্তিপূর্ণ ও মানবিক দিক প্রচারে নেতৃত্ব দিয়ে আসছেন।” তারা আরও উল্লেখ করেন, সুফিবাদী দরবেশ ওলী বুজুর্গরা উগ্রতা নয় বরং মানবিক ইসলামের প্রতিনিধি। তাই অশান্তি ও সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি ও জনস্বস্তি ফিরিয়ে আনতে সুফিবাদী মানবিক ইসলামের প্রসার অপরিহার্য।

    বক্তারা সরকারের প্রতি আহবান জানান, সুফিবাদীদের আস্তানা, মাজার ও খানকায় হামলাকারীদের অবিলম্বে বিচার নিশ্চিত করা, মব সন্ত্রাস বন্ধ করা এবং সব মতাদর্শের মানুষ যাতে নির্বিঘ্নে আচার-উৎসব পালন করতে পারে তা নিশ্চিত করা।

    বর্তমান বৈরী পরিস্থিতিতে সুন্নি সুফিবাদী তরিকতপন্থীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। ফোরামের ভাইস চেয়ারম্যান এস এম বরকত আকাশ স্বাগত বক্তব্যে বলেন, সুন্নি সুফিবাদীদের সুদৃঢ় ঐক্য বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি।

    প্রধান অতিথি শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল বলেন, “আমরা কারো সঙ্গে ঝগড়া করি না, অথচ উগ্রবাদীদের দ্বারা আক্রান্ত হচ্ছি। এই মুহূর্তে আমাদের মজবুত ঐক্য প্রয়োজন।”
    মুখ্য আলোচক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী বলেন, “আহলে সুন্নাত ওয়াল জামাআতই ইসলামের মূলধারা। সুন্নি মতাদর্শে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”

    সভাপতির বক্তব্যে নুর মোহাম্মদ রানা বলেন, “আমরা ঐক্যবদ্ধ না হলে আগামী দিনেও বিপর্যয় নেমে আসতে পারে।” মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    গোলটেবিল বৈঠকে চট্টগ্রামের প্রসিদ্ধ দরবারের আওলাদ, সাজ্জাদানশিন, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, গবেষক ও সাংবাদিকরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন আল্লামা হাফেজ শাহ আলম নঈমী, শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান আলহাসানী মাইজভান্ডারী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আবু তালেব বেলাল, ড. আল্লামা আনোয়ার হোসাইন প্রমুখ।

    গোলটেবিলের সমাপনীতে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা হাফেজ শাহ আলম নঈমী।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031