দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনার ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক: বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-এর ক্রীড়া বিভাগ পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তাঁর মতে, এই উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে।
শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম সেমিফাইনাল (মোহাম্মদপুর বনাম ভাটারা) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
আমিনুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার সূচনা করেছিলেন। “আমরা ক্ষমতায় এলে ক্রীড়া বিভাগ পুনরায় চালু করব এবং প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয় সহায়তা দিয়ে আন্তর্জাতিক মানে উন্নীত করব,” যোগ করেন তিনি।
তিনি আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন। “খেলাধুলাকে প্রফেশনাল পর্যায়ে নিয়ে গিয়ে খেলোয়াড়দের জন্য স্থায়ী ক্যারিয়ার গড়ে তোলাই আমাদের লক্ষ্য,” বলেন তিনি।
ক্রীড়া উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, দেশের ক্রীড়াঙ্গনের বড় সমস্যা হলো পাইপলাইনে খেলোয়াড়ের ঘাটতি। এ সমস্যা দূর করতে পরিকল্পিত প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে, যাতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল ও সাঁতারসহ বিভিন্ন খেলায় জাতীয় মানের তারকা উঠে আসে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু, সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য এজিএম শামসুল হক, জাহেদ পারভেজ চৌধুরী, নরুল হক ভূইয়া নূরু, হাজী নাসির উদ্দীন, তাসলিমা রিতা প্রমুখ।
বিআলো/তুরাগ