দৈনিক চাঁদপুরজমিন ও অনুপমা পত্রিকার সম্পাদক রোকনের মায়ের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন-এর মা হাফেজা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গত ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টা ২০ মিনিটে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
২৬ ডিসেম্বর (শুক্রবার) বাদ জুম্মা চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ বাড়িতে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন জাফরাবাদ জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা খাজা আহম্মদ উল্লাহ।
জানাযা পূর্বে মরহুমার ছেলে অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন—চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ কাদির বেপারী, সদর থানা যুবদলের সাবেক আহ্বায়ক সারোয়ার গাজী, চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাও. মাহফুজ উল্লাহ খান ইউসুফী, মুফতি মাও. মো. শফিকুল ইসলাম, দারুল আরকান মাদ্রাসার মুহতামিম মনোয়ার হোসেন, মমিনপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. মাসুদ,ভচাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ডা. সৈয়দ আহমেদ কাজল, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল,
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াছিন ইকরাম।
জানাযার নামাজে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জানাযা শেষে মরহুমা হাফেজা বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিআলো/তুরাগ



