দৈনিক ভোরের ডাকের উদ্যোগে ফেনীতে পত্রিকা বিপণন কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফেনী প্রতিনিধি: দৈনিক ভোরের ডাক পত্রিকার উদ্যোগে ফেনীতে পত্রিকা বিপণন কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফেনী প্রেসক্লাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর হোসেন মীরুর সভাপতিত্বে এবং দৈনিক ভোরের ডাক ফেনী জেলা সংবাদদাতা ইলিয়াছ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সামছুল হক, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদু রহিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডেইলি স্টার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এবং পিআরপি’র চেয়ারম্যান তারিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের প্রতিনিধি, সাংবাদিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শীতার্ত পত্রিকা বিপণন কর্মীদের মধ্যে মোট ৩০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের অবহেলিত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
বিআলো/তুরাগ



