দৈনিক মানব কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কর্মকর্তাসহ সাংবাদিকদের মিলনমেলা
সাংবাদিকতায় আস্থার ১৪ বছর পূর্ণ করল মানব কণ্ঠ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক মানব কণ্ঠ-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুতুল বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। অনুষ্ঠান মহাগ্রন্থ আল-কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা পরিচালনা করেন মানব কণ্ঠের প্রতিনিধি মোঃ সোলাইমান।

প্রধান অতিথি ছিলেন ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরামুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব।
শুভেচ্ছা বক্তব্যে কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো-এর বিশেষ প্রতিনিধি সুমন চৌধুরী বলেন, “মানব কণ্ঠ গত ১৪ বছরে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতের যাত্রায় এ আস্থা হবে তাদের সবচেয়ে বড় শক্তি।”
এছাড়া বক্তব্য রাখেন যুগান্তরের প্রতিনিধি খোরশেদ আলম, আজকের টাইমস-এর বিশেষ প্রতিনিধি তরুণ রাসেল, বিশিষ্ট সমাজসেবক মীর নান্নু প্রমুখ।
অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন আজকের টাইমস-এর সিনিয়র রিপোর্টার মুহাম্মদ আশরাফ উদ্দিন, দৈনিক বাংলাদেশের আলো’র ডিজিটাল ইনচার্জ ইবনে ফরহাদ তুরাগ, দৈনিক আলোর জগত-এর মাল্টিমিডিয়া ইনচার্জ এন এস অর্নব, দৈনিক সকালের সময়-এর সিটি রিপোর্টার আরিফুর রহমান এবং বিভিন্ন গণমাধ্যমের অন্যান্য সাংবাদিকরা।
বক্তারা তাদের শুভেচ্ছা বক্তব্যে উল্লেখ করেন, ১৪ বছরের দীর্ঘ যাত্রায় মানব কণ্ঠ সাংবাদিকতায় যে আস্থা ও বিশ্বাস গড়ে তুলেছে, তা আগামী দিনের পথচলায় আরও অনুপ্রেরণা যোগাবে।
বিআলো/এফএইচএস