• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দৈনিক যুগান্তরের ২৬তম বর্ষপূর্তিতে গৌরীপুরে চিত্রাঙ্কনের পুরস্কার বিতরণ 

     dailybangla 
    17th Jan 2026 9:58 pm  |  অনলাইন সংস্করণ

    আব্দুর রউফ দুদু, গৌরীপুর (ময়মনসিংহ) : দেশের শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তরের ২৬তম বর্ষপূর্তি ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের উদ্যোগে গত শুক্রবার শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ। তিনি বলেন, বির্তকের উর্দ্ধে থেকে যে সংগঠনটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মেধার বিকাশ, সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে আলোকিত মানুষ গড়ার আন্দোলনে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এ সংগঠনটি হলো স্বজন সমাবেশ।

    মাদকবিরোধী-তামাকবিরোধী কর্মকাণ্ড শুধু জেলা-উপজেলা নয়, দেশজুড়ে সাড়া জাগিয়েছেন। তিনি আরও বলেন, এ পত্রিকাটির জন্মও হয়েছে একজন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের হাত ধরে। তার সৃষ্টি ও কর্ম নতুন প্রজন্ম জানতে পারলে, কেউ চাকরি নয়, শিল্প-শিল্পায়ন এবং উদ্যোক্তা হওয়ার সাহস পাবে। সেই সাহসী মানুষটি আলোরজগতের এক প্রেরণার নাম নুরুল ইসলাম।’
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লায়লা বেগম, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, প্রতিভা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা অমল চন্দ্র দাস, কেরামতিয়া আলিম মাদরাসার প্রভাষক মো. খায়রুল ইসলাম, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, মো. মজিবুর রহমান, ওয়াহিদুল ইসলাম, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উদীচী শিল্পী সংসদ গৌরীপুরের সভাপতি ওবায়দুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির আহ্বায়ক তাসাদদুল করিম, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, প্রতিদিনের বাংলাদেশের গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, এসটি বাংলাটিভির প্রতিনিধি আব্দুর রউফ দুদু, প্রতিভা মডেল স্কুলের প্রধান শিক্ষক হোমায়রা শাহরিন তুলি, উপজেলা স্বজনের যুগ্ম সম্পাদক মাহমুদা আক্তার রিপা প্রমুখ।

    উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, ১ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তর ২৭তম বর্ষে পা রাখছে। এ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, কবি আবৃত্তি, সংগীতানুষ্ঠান, পিঠা উৎসব, সেরা স্বজন সংবর্ধনাসহ মাসব্যাপী মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ শনিবার প্রেস ক্লাব মিলনায়তনে ৬ষ্ঠ শ্রেণি থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪৩৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031