দৌলতপুরে এসএসসি ২০০০ ব্যাচের রজত জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মাসুদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: ২৫ বছর পূর্তি উপলক্ষে আল্লার দর্গা মাধ্যমিক বিদ্যালয়়ে এসএসসি ২০০০ ব্যাচের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা এপ্রিল) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় মিলায়তন এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, সাবেক সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ, সাবেক সহকারী শিক্ষক মোঃ নুরুজ্জামান হোসেন, বর্তমান সহকারী শিক্ষক হাবিবুর রহমান, সাবেক শিক্ষক আব্দুল জলিল, সাবেক শিক্ষক মনোয়ার ইসলাম।
আরো উপস্থিত ছিলেন হাসান মাহফুজুর রহমান, মাহাবুল ইসলাম, ডাঃ সুমন, আহসান হাবীব, আশরাফ উদ্দিন, আইযুব আনছারী, রুহুল আমিন, সুমন রেজা সুজন, সুমন, জাফর হায়দার চৌধুরী, সাংবাদিক মাসুদ, জুয়েল আহমেদ নয়ন, রুবেলসহ বিভিন্ন পেশার বন্ধু বান্ধবী।
প্রায় দুইশত বন্ধু বান্ধবীদের উপস্থিতিতে সকাল ১০টায় একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ২টায় সম্মানিত অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ ২০০০ ব্যাচের সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এসময় এসএসসি ২০০০ ব্যাচের সকল বন্ধু বান্ধবী একত্রিত হতে পেরে আনন্দ উল্লাসে মেতে উঠেন।
বিআলো/তুরাগ