দৌলতপুরে মাদকসহ আটক দুই
dailybangla
20th Nov 2024 12:59 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের পৃথক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিলসহ ২জন মাদক পাচারকারী আটক হয়েছে।
১৯ নভেম্বর, মঙ্গলবার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মোকলেচুর রহমান (৪০) নামে একজনকে আটক করা হয়।
সে একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। অপরদিকে দৌলতপুর থানা পুলিশের অভিযানে ১৯ বোতল ফেনসিডিল সহ মো. জুয়েল (২৫) নামে একজনকে আটক করা হয়। সে লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।
পৃথক ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলে আটক আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
বিআলো/শিলি