দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ নিশ্চিত করতে মাঠে নামছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: টানা চার ম্যাচ পর ওয়ানডে জয় পেয়েছে বাংলাদেশ। এবার হাতছানি তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ১৩৩ রানে অলআউট হয়েছিল ক্যারিবীয়ানরা। উইকেট নিয়ে আলোচনা হলেও সফরকারীদের অভিযোগ নেই। দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে দুই দলই।
পিচ নিয়ে সমালোচনা থাকলেও ক্যারিবীয়ানদের কোনো অভিযোগ নেই। শান্ত-মিরাজরা বরং আত্মবিশ্বাসী আরও ভালো কিছু করতে।
বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ বলেন, “আমি বিশ্বাস করি আমরা ৩-০’তে সিরিজ জিতব। আমাদের ক্রিকেটারদের যথেষ্ট মেধা আছে, শুধু নিজেদের ওপর আস্থা রাখতে হবে।”
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে দুই পরিবর্তন। স্কোয়াডে ফিরেছেন নাসুম আহমেদ, বাদ পড়তে পারেন তানভীর ইসলাম। ওয়ার্কলোড বিবেচনায় বিশ্রামে থাকতে পারেন তাসকিন আহমেদ, সুযোগ মিলতে পারে তানজিম সাকিবের।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
বিআলো/শিলি



