দ্রুত সময়েই এনআইডি পাবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ভোটার নিবন্ধনের আবেদন করার পর অল্প সময়ের মধ্যেই জাতীয় পরিচয়পত্র পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগ।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর শনিবার জানান, আবেদন সম্পন্ন হলে ৭ ঘণ্টার মধ্যেই এনআইডি নম্বর জেনারেট হতে পারে। সর্বোচ্চ সময় লাগতে পারে ২৪ ঘণ্টা।
তিনি বলেন, মাঠ পর্যায়ে এখন ভোটার হওয়া সম্ভব নয়। তবে কমিশনে এসে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিলেই নিবন্ধন সম্পন্ন হবে। এরপর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে তথ্য যাচাই করে এনআইডি নম্বর তৈরি হবে।
এনআইডি নম্বর মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে এবং সেখান থেকেই ডাউনলোড করা যাবে। প্রয়োজনে অফিস থেকেও স্মার্ট কার্ড সংগ্রহ করা যাবে।
২০০৮ সালে দেশের বাইরে থাকার কারণে তারেক রহমান ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি। দীর্ঘদিন পর দেশে ফিরে তিনি এখন এনআইডি সংগ্রহের প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।
বিআলো/শিলি



