• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ধলেশ্বরী নদীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য গ্রেফতার 

     dailybangla 
    04th Apr 2025 12:37 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী নদীতে অশ্লীল নৃত্য ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে জনমনে আতংক সৃষ্টির অপরাধে কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল।

    এ সময় তাদের থেকে প্রায় অর্ধশত দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পাইপ উদ্ধার করা হয়।

    বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রথমে কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের সিরাজদিখানের তুলশীখালী ব্রিজের নিচ থেকে ১৩ জনকে এবং পরবর্তীতে আরও ৩ জনকে নবাবগঞ্জের দৌলতপুর থেকে গ্রেফতার করা হয়।

    এর আগে ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলার যোগে কিশোরগ্যাং সদস্যরা তুলশীখালী ব্রিজের আশেপাশে নদীতে উচ্চস্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্যের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। উচ্চস্বরে অশালীন গান, অশ্লীল নৃত্য, আর দেশীয় অস্ত্রের ঝনঝনানি কিছু উৎসুক জনতা উপভোগ করলেও অধিকাংশ সাধারণ মানুষ নদীর পাড়ে আসতে পারতো না।

    ঘুরতে আসা মাহিন জানান, আমাদের দীর্ঘ দিনের দাবি ছিল এমন অভিযান। এমন নোংরামির কারণে সাধারণ মানুষ ব্রিজে আসা ছেড়ে দিয়েছে।

    নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমান জানান, এটি মূলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা সেনাবাহিনীকে সহযোগিতা করেছি। আসামিদের মুন্সীগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করেছে বক্তাবলি নৌ পুলিশ। মামলা দায়েরের পরে নৌ পুলিশ আসামিদের নিয়ে গেছে। তবে এ বিষয়ে বক্তাবলি নৌ পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

    মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরী বলেন, নৌ পুলিশ আসামিদের আদালতে হাজির করবে বলে আমাদের জানিয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031