ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ির সামনে স্লোগান দিয়ে নারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরাতন বাড়ির সামনে থেকে বৃহস্পতিবার বিকেলে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির মধ্যেই এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সালমা আক্তার (৩২) নামের ওই নারী আওয়ামী লীগের সমর্থনে স্লোগান দিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “ওই নারী নিষিদ্ধ সংগঠনের পক্ষে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং পূর্বেও বিভিন্ন সময় মিছিলে অংশ নিয়েছেন। এমনকি একবার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করারও তথ্য রয়েছে। তিনি নানা উপায়ে ভাইরাল হওয়ার চেষ্টা করেন।”
তিনি আরও জানান, সালমা আক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তার নির্দিষ্ট কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।এর আগে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর পুরাতন বাড়ি থেকে ইট সংগ্রহ করতে যাওয়া এক কিশোরকে পুলিশ হেফাজতে নেয়, পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
বিআলো/ইমরাান



