ধানমন্ডি আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
এস এম আনোয়ার হোসেন অপু: নতুন সূচনার আনন্দে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ধানমন্ডি আইডিয়াল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান।
সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ, উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে আনন্দ, শুভেচ্ছা ও রঙিন সাজে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ী বক্তব্যে বলেন, “তোমাদের জীবনের এই নতুন অধ্যায় হোক জ্ঞান, মানবিকতা ও নৈতিকতার বিকাশের সূচনা। শিক্ষা কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয়, এটি জীবন গঠনের হাতিয়ার। সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে তোমরাই একদিন এই দেশের উন্নয়নের নেতৃত্ব দেবে। আমি বিশ্বাস করি, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হবে ভবিষ্যৎ বাংলাদেশের গর্ব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এস এম মোস্তফা আল মামুন, সভাপতি, গভর্নিং বডি, আইডিয়াল কলেজ, এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ। তাঁরা আইডিয়াল কলেজের শিক্ষা ও নৈতিকতা গঠনের ধারাবাহিকতা বজায় রাখার প্রশংসা করেন এবং নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুহাম্মদ রেযওয়ানুল হক, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ধানমন্ডি আইডিয়াল কলেজ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আইডিয়াল কলেজ সবসময় মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলার ধারক। তোমাদের প্রতিটি পদক্ষেপ হোক আলোকিত সমাজ গঠনের ভিত্তি। নিজেকে গড়ে তোলো একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে।”
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
বিআলো/তুরাগ



