ধানের শীষের পানি পথে শুভযাত্রা: গাজীপুর-১ আসনে ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর প্রচারণা
গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুর কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে কালিয়াকৈর উপজেলার চাপাইর থেকে কড্ডা পর্যন্ত অনুষ্ঠিত হলো পানি পথে ধানের শীষের শোভাযাত্রা।
নৌযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষ। শোভাযাত্রার সময় ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী বর্তমান সরকারের ব্যর্থতা ও জনগণের দুঃখ-কষ্টের বিষয় তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “ধানের শীষ হচ্ছে মানুষের অধিকার ও স্বাধীনতার প্রতীক। এই প্রতীকের বিজয় মানেই জনগণের মুক্তি।”
দিনব্যাপী প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন ঘাট, হাট-বাজার এবং নদী তীরবর্তী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন।
এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি: গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এবং বিশেষ অতিথি: উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন।
ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা: চাপাইর ইউনিয়ন আহবায়ক এইচ এম শওকত ইমরান ও সদস্য সচিব হাজী শামছুল হক, ঢালজোড়া ইউনিয়ন আহবায়ক এডভোকেট ফেরদৌস ওকিল ও সদস্য সচিব শেখ ফরিদ, মৌচাক ইউনিয়ন আহবায়ক বেলায়েত হোসেন ও সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার মনি, বোয়ালী ইউনিয়ন আহবায়ক সমির কুমার গুহ ও সদস্য সচিব এডভোকেট রিপন আল হাসান, সূত্রাপুর ইউনিয়ন আহবায়ক সানোয়ার হোসেস ও সদস্য সচিব আরিফ সরকার, আটাবহ ইউনিয়ন আহবায়ক রফিক মোল্লা, হেলালী সাকিব ও সদস্য সচিব শফিকুল ইসলাম, মধ্যপাড়া ইউনিয়ন আহবায়ক শফিকুল আলম ও সদস্য সচিব আব্বাস সিকদার, ফুলবাড়িয়া ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক জুয়েল সরকার, শ্রীফলতলী ইউনিয়ন আহবায়ক সানোয়ার সরকার ও সদস্য সচিব আমিন মেম্বার।
পৌরসভা পর্যায়ে উপস্থিত ছিলেন: যুবদলের সদস্য সচিব শাহিন উজ্জামান শাহিন, ছাত্রদলের সদস্য সচিব আল আমিন দেওয়ান পিন্স, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মান্নান দেওয়ান, পৌর ৪ নং ওয়ার্ড আহবায়ক শামীম আল মামুন, পৌর আহবায়ক কমিটির সদস্য মো. আজিজুল ইসলাম আজিজ সহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোভাযাত্রার মাধ্যমে কালিয়াকৈর উপজেলা বিএনপি নির্বাচনী প্রচারণায় উৎসাহ এবং মানুষের অংশগ্রহণের শক্তিশালী বার্তা দিয়েছে।
বিআলো/তুরাগ



