ধানের শীষে প্রত্যয়ের ঘোষণা: ঢাকা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন তানভীর আহমেদ রবিন
ইবনে ফরহাদ তুরাগঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন গতি। ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনী মাঠে দৃঢ় প্রত্যয়ে নামলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। দলীয় প্রতীক ‘ধানের শীষ’ হাতে নিয়ে তিনি এবার ভোটের লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত।
সোমবার নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাকে ঘিরে কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মনোনয়নপত্র জমা শেষে তানভীর আহমেদ রবিন বলেন, “ঢাকা-৪ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। দলের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতেই আমার এই পথচলা।” তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাংগঠনিক রাজনীতিতে সক্রিয় থাকা, তৃণমূল পর্যায়ে শক্ত অবস্থান এবং নেতৃত্বের দক্ষতার কারণেই তানভীর আহমেদ রবিনকে এই গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা দলীয় কার্যক্রমকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে ঢাকা-৪ আসনে নির্বাচনী প্রচার-প্রস্তুতি এখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আগামী দিনে গণসংযোগ, সভা-সমাবেশ ও রাজনৈতিক তৎপরতায় এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
বিআলো/তুরাগ



