ধানের শীষে সেজেছে বাউফল : তোরণের সাজে জমে উঠেছে নির্বাচনী আমেজ
মো. তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালীর বাউফল উপজেলা এখন যেন এক তোরণের নগরী। উপজেলার প্রধান সড়ক থেকে শুরু করে ইউনিয়নের ভেতরের রাস্তাগুলো পর্যন্ত সজ্জিত ধানের শীষ প্রতীকের ব্যানার, পোস্টার ও তোরণে।
সরেজমিনে বুধবার (১২ নভেম্বর) দেখা যায়, বাউফল উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের অনুসারীরা তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনজন নেতার অনুসারীরাই সবচেয়ে বেশি তৎপর। তারা হলেন— সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান শহিদুল আলম তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, এবং সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার।
এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা মিজানুর রহমান খান। তিনি ব্যক্তিগত অর্থায়নে বাউফলের কালিশুরী প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে ১২টি তোরণ নির্মাণ করেছেন।
নিজের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে মিজানুর রহমান খান বলেন, আমি ফ্রান্সে থাকলেও মন পড়ে আছে বাংলাদেশের মাটিতে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে বিশ্বাসী। ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে এই তোরণগুলো নির্মাণ করেছি।
স্থানীয়দের ভাষায়, এখনকার বাউফল যেন উৎসবের শহর চারদিকে শুধু তোরণ আর নির্বাচনী আমেজ।
বিআলো/ইমরান



