ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক: তীব্র শীতের মধ্যে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এলো কুল্লা ইউনিয়ন পরিষদ। ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বিভিন্ন এতিম খানায় অধ্যয়নরত অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ধামরাই উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)-এর উপজেলা ইন্সট্রাক্টর জোহরা খাতুনের তত্ত্বাবধানে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। তিনি জানান, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব মহোদয়ের সহযোগিতা ও নির্দেশনায় ইউনিয়নের বিভিন্ন এতিম মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “ভবিষ্যতে সরকারি বরাদ্দ বৃদ্ধি পেলে এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে অসহায়, দুস্থ ও গরিব মানুষের মাঝেও পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে।”
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক, ইউপি সদস্য শহিদুল ইসলাম, মহিউদ্দিন, রাজা রাম, মহিলা ইউপি সদস্য রওশন আরা, রোজিনা বেগম ও মরিয়ম বেগম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং কম্বল গ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ শেষে কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিভিন্ন ভোটকেন্দ্র এবং ভোটারদের যাতায়াতে সমস্যা রয়েছে—এমন সড়কসমূহ পরিদর্শন করেন।
বিআলো/তুরাগ



