ধামরাইয়ের সূয়াপুর-নান্নার স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাই উপজেলার সূয়াপুর-নান্নার স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম আসাদুজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, আলমগীর হোসেন আল-আজমী, কাউছার খান এখলাস, শাহাবুদ্দিন খান সরল এবং কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক মোঃ ইব্রাহিম, প্রভাষক রাসেদ মেহেদী, প্রভাষক আবুল মনসুর, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক সাজ্জাদ হোসেন ও প্রভাষক তাসলিমা আজীম নোভা।
প্রধান অতিথি কেএম আসাদুজ জামান বলেন, “প্রশ্ন ভালোভাবে পড়ে বুঝে পরীক্ষায় অংশ নিতে হবে, যাতে কলেজের সুনাম অক্ষুন্ন থাকে। তোমাদের সফলতা পিতা-মাতা ও শিক্ষকদের মুখে হাসি ফোটাবে। আশা করি, ভালো ফল করে তোমরা নিজে ও প্রতিষ্ঠানকে গর্বিত করবে।”
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করা হয়।
বিআলো/তুরাগ