ধামরাইয়ে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ
মোঃ রাজন আহম্মেদ, ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাই থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে ধামরাই থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন— মিজানুর রহমান, হাফিজুর রহমান টুকু, ইমরান ব্যাপারী, ইলিয়াস কাজী ও মনির হোসেন। তারা মূলত ঝালকাঠি, বরিশাল, ফরিদপুর ও ভোলার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ধামরাই বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় হেলদি আটা-ময়দা-সুজি কারখানার সামনে সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) এস এম কাউসার সুলতানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে হাতুড়ি, চাকু ও লোহার রডসহ প্রাইভেটকারে থাকা ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, “উপজেলার বাথুলি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। আসামীদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।”
বিআলো/শিলি