ধামরাইয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে মডেল কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল হামিদ, সহ-সভাপতি যুবলীগ নেতা মোহাম্মদ ইউসুফ আলী ও সাবেক অধ্যক্ষ শরিফা বেগমের বিরুদ্ধে মানব মানববন্ধন বিক্ষোভ মিছিল হয়েছে। কলেজ তহবিলের লাখ লাখ টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও কোমলমতি শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়েছে।
আজ (বুধবার) সকালে ধামরাই আমিন মডেলস্থ ধামরাই মডেল কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ধামরাই ওই দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি দায়ের করেন। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই দুর্নীতিবাজ সভাপতি সহ- সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে কলেজ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী বলেন, এ ব্যাপারে আমার কোন বক্তব্য নেই। বক্তব্য যা কিছু দেবেন সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ ও তার সহধর্মিনী সাবেক অধ্যক্ষ শরিফা বেগমী দেবেন। এ ব্যাপারে আমাকে কোন বিরক্ত করবেন না। এর বেশি আমি কোনো কথাই বলবো না। এ আমার শেষ কথা।
এ ব্যাপারে কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হামিদ বলেন, এ বিষয় নিয়ে আমি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে রাজি নই।
আমি যা করেছি তা ভেবে চিন্তেই করেছি। এ নিয়ে ফারদার আমার সঙ্গে কোনো প্রকার কথা বলার চেষ্টা করবেন না। এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লা আল মামুন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআলো/তুরাগ