ধামরাইয়ে সূয়াপুর-নান্নার স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে অবস্থিত সূয়াপুর-নান্নার স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের এডহক কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কেএম আসাদুজ জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারুন অর রশিদ, আলমগীর হোসেন আল-আজমী, কাউছার খান এখলাস, শাহাবুদ্দিন খান সরল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রভাষক মো. ইব্রাহিম, প্রভাষক রাসেদ মেহেদী, প্রভাষক আবুল মনসুর, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন এবং প্রভাষক তাসলিমা আজীম নোভা প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রশ্ন বুঝে শুনে সুন্দরভাবে উত্তর দিতে হবে যাতে করে কলেজের সুনাম অক্ষুণ্ণ থাকে। তোমাদের পিতা-মাতা কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে তোমাদের পড়াশোনা করাচ্ছেন, শিক্ষকরা পরিশ্রম করে শিক্ষাদান করেছেন। সবার মুখে যেন হাসি ফোটে, সেভাবে প্রস্তুতি নিতে হবে। আমি আশা করি তোমরা ভালো ফলাফল করে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবার মুখ উজ্জ্বল করবে।”
বিআলো/তুরাগ