• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ধামরাইয়ে ১২ কাউন্সিলরসহ ৭৪ জনকে আসামি করে মামলা 

     dailybangla 
    23rd Oct 2024 10:29 pm  |  অনলাইন সংস্করণ

    ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ১২ কাউন্সিলরসহ ৭৪ জনকে আসামি করে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

    কুষ্টিয়া জেলা সদরের বাসিন্দা ও বর্তমানে সাভারের আশুলিয়া থানার নিরিবিলি এলাকার ভাড়াটিয়া মোহাম্মদ মানিক হোসেন (৩৫) নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। মঙ্গলবার বৈকালিক আদালতে (দ্বিতীয়ার্ধ) স্বনামধন্য বিচারক মুহাম্মদ জুলহাস উদ্দিনের এজলাসে এ মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

    মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট ঢাকার ধামরাইয়ের একটি বাসস্ট্যান্ডে গুলিবিদ্ধ হন কুষ্টিয়া জেলা সদরের বাসিন্দা ও সাভার উপজেলার আশুলিয়া থানার নিরিবিলি এলাকার ভাড়াটিয়া মোহাম্মদ মানিক হোসেন। অনেক কৌশল করে তিনি প্রাণে বেঁচে গেলেও একটি গুলি তার পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে একটি হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ সময় চিকিৎসা দিন থাকার পরে সুস্থ হয়ে এ মামলাটি দায়ের করেন বিজ্ঞ আদালতে।

    মামলার বাদী মোহাম্মদ মানিক হোসেনের পক্ষের বিজ্ঞ আইনজীবীর বিজ্ঞ আদালতে তার দায়েরকৃত পিটিশন শুনানি শেষে এ মামলাটি আমলে নেন। সেইসঙ্গে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামরাই থানার ওসি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামকে নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, আদালতের আদেশ প্রাপ্ত হয়েছি বটে। তবে ওই মামলার বাদীকে খুঁজে পাচ্ছিনা।

    এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ নেতা- কর্মীরা জানান, এ মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাদেরকে হয়রানি করার জন্য এ মামলাটি করা হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031