ধোনি-দ্রাবিড়কে পেছনে ফেলে সালমান আগার বিশ্ব রেকর্ড
স্পোর্টস ডেস্ক: এক বর্ষপঞ্জিকায় সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড এখন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগার দখলে। এ বছর পাকিস্তানের প্রতিটি ম্যাচে মাঠে নেমে তিনি ছাড়িয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি, রাহুল দ্রাবিড় ও মোহাম্মদ ইউসুফকে।
চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে পাকিস্তান দল। ইতোমধ্যে তারা খেলেছে ৫৪টি ম্যাচ যা যে কোনো দলের তুলনায় সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজ আছে পরের স্থানে, ৪৫ ম্যাচ নিয়ে। আর এই পুরো পথজুড়েই পাকিস্তানের হয়ে নিয়মিত খেলেছেন একমাত্র ক্রিকেটার, টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা।
জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে রবিবারের ম্যাচটিই ছিল সালমানের সর্বশেষ উপস্থিতি। বাবর আজমের ঝলমলে ব্যাটিং ও উসমানের হ্যাটট্রিকের দিনে জিতে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। আর সেই ম্যাচেই ইতিহাস গড়েন সালমান, এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড এখন তার।
এর আগে ৫৩ ম্যাচ খেলে যৌথভাবে শীর্ষে ছিলেন রাহুল দ্রাবিড় (১৯৯৯), মোহাম্মদ ইউসুফ (২০০০) ও মহেন্দ্র সিং ধোনি (২০০৭)। সবাইকেই ছাড়িয়ে গেছেন সালমান।
প্রথম ক্রিকেটার হিসেবে এক বছরে ৫০ বা তার বেশি ম্যাচ খেলার নজির ছিল শচীন টেন্ডুলকারের (১৯৯৭)। সর্বশেষ ড্যারিল মিচেল এই কীর্তি ছুঁয়েছিলেন ২০২৩ সালে, ৫১ ম্যাচ খেলে।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক ক্রিকেটে এক বছরের সব ম্যাচে উপস্থিত থাকা এক বিশাল চ্যালেঞ্জ, শারীরিক ও মানসিকভাবে দুদিক থেকেই। সালমান আগার এই ধারাবাহিকতা ও কঠোরতা তাই পাকিস্তান ক্রিকেটের এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্যও এটি হয়ে উঠবে প্রেরণার দৃষ্টান্ত।
বিআলো/শিলি



