নওগাঁয়ে কলেজে অতিরিক্ত ভর্তি ফি নেয়ার প্রতিবাদে ছাত্রদলের আহ্বায়কের ওপর হামলা
এ.বি.এস রতন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর একটি সরকারি কলেজে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদ করায় ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন জুনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার সকালে কলেজ ক্যাম্পাসেই এই ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী জুনায়েদ হোসেন জুন অভিযোগ করেছেন, কলেজের স্টাফরা সেন্ট্রাল মাইকে ঘোষণা দিয়ে তাকে লক্ষ্য করে মারধর করে। তিনি জানিয়েছেন, হামলাকারীরা স্ট্যাম্প, বাঁশ ও লাঠি ব্যবহার করে তাকে পেটিয়েছে। ঘটনার পর থেকে তিনি কলেজের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ চালাচ্ছেন। শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরাও তার সঙ্গে মিলিত হয়ে কলেজ প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
অন্যদিকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হক বলেন, “ভর্তি ফি বৃদ্ধির বিষয়টি যৌক্তিক এবং নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে। তবে হামলার অভিযোগের সত্যতা যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”
এ ঘটনাকে কেন্দ্র করে কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা দাবি করছেন, প্রশাসনের এই ধরনের আচরণে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। শিক্ষার্থীরা প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।
উল্লেখ্য, সরকারি কলেজগুলোতে অতিরিক্ত ভর্তি ফি সংক্রান্ত বিতর্ক নতুন নয়। মাঝে মাঝে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিরোধ উত্তেজনা সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে প্রশাসনের প্রতি ছাত্রদের আস্থা বজায় রাখা এবং যেকোনো হিংসাত্মক ঘটনার তদন্ত করা অত্যন্ত জরুরি বলে মনে করছে শিক্ষাব্যবস্থাপনা বিশেষজ্ঞরা।
বিআলো/তুরাগ