নওগাঁয় উপজেলা বিএনপির সভাপতি সাময়িক বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: নওগাঁয় পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, মোজাম্মেল শাহ চৌধুরীর দলীয় পদবী স্থগিতসহ সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাকে নির্দেশ দেওয়া হয়েছে, দলীয় সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং সকল নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরণের যোগাযোগ না রাখার জন্য।
এ বিষয়ে মোজাম্মেল শাহ চৌধুরী বলেন, “সিনিয়র কোনো নেতার বিরুদ্ধে আমি কখনই মিথ্যা প্রচারণা করিনি। এছাড়া দলীয় শৃঙ্খলাও ভঙ্গ করিনি। অন্তত এক ঘন্টার জন্য হলেও আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিৎ ছিল। হঠাৎ করে জেলা নেতারা আমাকে কিভাবে বহিষ্কার করলেন, তা জানা নেই। এভাবে কাকে বহিষ্কার করা হয়েছে, তাও আমার জানা নেই।”
বিআলো/এফএইচএস



