নওগাঁয় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি, হাড়কাঁপানো শীতে থমকে যাচ্ছে জনজীবন
এ.বি.এস রতন, নওগাঁ: নওগাঁয় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বুধবার সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলাটিতে। তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের এই জনপদের স্বাভাবিক জনজীবন।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। তাপমাত্রা ৮ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় জেলাজুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও নিম্নআয়ের শ্রমজীবীরা। কনকনে ঠান্ডার কারণে ভোরে কাজে বের হওয়া দিনমজুরদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শীত নিবারণের জন্য অনেককে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।
রাত থেকে সকাল পর্যন্ত জেলাজুড়ে ঘন কুয়াশা বিরাজ করছে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে।
দিনের দীর্ঘ সময় সূর্যের দেখা না মেলায় সারাদিনই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই শীত ও কুয়াশার পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
বিআলো/ইমরান



