• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নওগাঁয় কনস্টেবলকে থাপ্পড়: বিএনপি নেতার বিরুদ্ধে মামলা 

     dailybangla 
    16th Jul 2025 8:08 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সড়কে রিকশা সরাতে বলায় পুলিশ কনস্টেবলকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারার অভিযোগে নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপনের বিরুদ্ধে মামলা হয়েছে।

    ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায়, শহরের মুক্তির মোড় এলাকায়। ওই ঘটনায় রাতেই সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন ট্রাফিক কনস্টেবল আমিনুল ইসলাম। মামলায় রিপনসহ অজ্ঞাত আরও ৭–৮ জনকে আসামি করা হয়েছে।

    সকালে শহরে ছাত্রদলের একটি মিছিল চলাকালে ব্যাটারিচালিত একটি অটোরিকশা থেকে নামেন মামুনুর রহমান রিপন। যানজট এড়াতে রিকশা সরাতে বললে কনস্টেবল আমিনুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও চড়-থাপ্পড় মারেন রিপন ও তাঁর সঙ্গীরা।
    এ সময় তারা কনস্টেবলকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে নওগাঁ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও দেন।

    কনস্টেবল আমিনুল ইসলাম বলেন,রিকশা সরে যেতে বলাতেই মামুনুর রহমান রিপন আমার গায়ে হাত তোলেন। আমাকে মারধর করেন, বাড়ি কোথায় জিজ্ঞেস করেন। আমি এ ঘটনার ভিডিও এজাহারের সঙ্গে জমা দিয়েছি।

    নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুমন রঞ্জন সরকার জানান, ঘটনার পর থেকেই মামুনুর রহমান রিপন পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, রিপন জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান যুগ্ম আহ্বায়ক। তার এমন আচরণ দুঃখজনক এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কেন্দ্রীয় নেতারা বিষয়টি সম্পর্কে অবগত আছেন।

    ঘটনার পর মামুনুর রহমান রিপনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

    এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে যেমন প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031