• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নওগাঁয় চুরি যাওয়া ট্রাক ঢাকায় চোরসহ উদ্ধার 

     dailybangla 
    27th Jul 2025 7:37 pm  |  অনলাইন সংস্করণ

    এ.বি.এস রতন, নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার টিএন্ডটি মোড় থেকে চুরি হওয়া একটি ট্রাক ঢাকার কলাবাগান এলাকা থেকে চোরসহ উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ।

    থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ভোররাতে টিএন্ডটি মোড় এলাকা থেকে একটি অশোক লেল্যান্ড IFAD TUSKER JUNIOR (মডেল: 1214il SC) ট্রাক চুরি হয়। এ ঘটনায় ২৪ জুলাই ধামইরহাট থানায় মামলা (নম্বর-২৩) দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান বলেন, ওসি স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার সঙ্গে থাকা চার সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করি। বিভিন্ন প্রচেষ্টার পর ২৬ জুলাই ভোরে ঢাকার মধুমতি মডেল টাউন এলাকা থেকে চুরি হওয়া ট্রাকটি জব্দ করি।

    অভিযানের অংশ হিসেবে এর আগে ঢাকার উত্তরা থেকে একজন ও ধানমন্ডি এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার নানাহার গ্রামের জাইরুল ইসলামের ছেলে তাইফুল (৩৫) এবং নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু গ্রামের আঃ খালেকের ছেলে আবু ইউসুফ।

    ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমাম জাফর বলেন, টিএন্ডটি মোড় থেকে ট্রাক চুরির ঘটনায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমরা দ্রুত ট্রাক উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার তদন্ত চলমান রয়েছে।

    স্থানীয়দের মধ্যে পুলিশি তৎপরতা ও সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031